চট্টগ্রাম প্রেস ক্লাবে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির ২৩ নেতা। রবিবার উচ্চ আদালতের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘গত ৫ জানুয়ারি দায়ের হওয়া মামলায় উচ্চ আদালতে আগাম জামিন চাওয়া হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত ২৩ নেতার আগাম জামিন মঞ্জুর করেন।’
জানা যায়, গত ৫ জানুয়ারি কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষ হয়। ওই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করেন। শুনানী শেষ আদালত ২৩ নেতার আগাম জামিন মঞ্জুর করেন।
আগাম জামিনপ্রাপ্ত নেতারা হলেন- মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য কামরুল ইসলাম প্রমুখ। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এড. আবদুল মান্নান, এড. মজিবুর রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন