সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রোধে শপথ এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধায় অবনত আগত নারী-পুরুষেরা। শ্রদ্ধা জানাতে এসে ফুলে ফুলে ভরে ওঠে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠের অস্থায়ী শহীদ মিনার। চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ প্রশাসনের সর্বস্তরের মানুষরা পুষ্পস্তবক নিয়ে শ্রদ্ধা জানাতে আছেন গতকাল সোমবার সকাল থেকেই।
জানা গেছে, সকালে ফুল দেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চসিকের সাবেক প্রশাসক খোরশেদুল আলম সুজন প্রমুখ। সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের নেতৃত্বে শ্রদ্ধা জানান দক্ষিণ জেলা আওয়ামী লীগ। শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, ছাত্রলীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন। এছাড়া পুষ্পস্তবক নিয়ে শ্রদ্ধা জানাতে আছে চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলার আওয়ামী লীগ, নগর যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, সিপিবি, বাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ছাত্র মৈত্রী, বোধন, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর-জেলাসহ বিভিন্ন সংগঠন।
আরো জানা গেছে, এর আগে রাতে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে কৃতজ্ঞচিত্তে ভাষাশহীদদের স্মরণ করছে চট্টগ্রামবাসী। একুশের প্রথম প্রহরে এ শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। পরে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চাঁদের হাট, জেনারেল হাসপাতালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়াও অন্যদের মধ্যে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, পিবিআই চট্টগ্রাম মেট্রো, পিবিআই চট্টগ্রাম জেলা, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই চট্টগ্রাম জেলা, পানি উন্নয়ন বোর্ড, রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম জেলা আনসার কমান্ডার, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম কারাগার, পরিবেশ অধিদফতর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আরো জানা গেছে, শহীদদের শ্রদ্ধা জানাতে মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই হাজারও মানুষ হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে যান শহীদ মিনার অভিমুখী লাইনে। বিশিষ্টজনদের শ্রদ্ধা জানানোর পর উন্মুক্ত হয় শহীদ মিনার। করোনার কারণে এবার শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন