চট্টগ্রাম নগরীতে দুই পক্ষের মারামারিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হায়দার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হায়দারের মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওমর ফারুক, হাসান জিকু, মো. বাদশা এবং মো রনিকে গ্রেফতার করেছে সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশ।
সিএমপি’র উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, শনিবার রাতে কালুরঘাট ব্রিজ এলাকায় দুপক্ষের সংঘর্ষ হয়। এসময় মারাত্বকভাবে আহত হন হায়দার। রাতেই চিকিৎসাধীন অবস্থায় হায়দারের মৃত্যু হয়। রবিবার নিহতের ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এএম