আসন্ন রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রামের প্রশাসন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ, পাহাড়তলীসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারে মনিটরিং করবেন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। রমজানকে সামনে রেখে দেশের এক কোটি মানুষকে টিসিবি পণ্যের আওতায় নিয়ে আসা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের ৫ লাখ ৩৫ হাজার মানুষ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পাবেন। টিসিবি’র পণ্য সরবরাহ কার্যক্রম বৃদ্ধি পেলে বাজারে ভালো প্রভাব পড়বে।
অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার কমিটির সদস্যদের নিয়ে ১৭ সদস্যের একটি বিশেষ টিম করে অভিযান পরিচালনা করা হবে। এতে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায়ও প্রশাসনের নজরদারি থাকবে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে তদারকি টিমে জেলা প্রশাসন, চেম্বার, ক্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বাজার কমিটির সদস্যদের সমন্বয়ে টিম হবে। বাজার দর স্বাভাবিক রাখার ব্যাপারে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। এরপরেও আমরা বাজার মনিটরিং করবো। পণ্যের অবৈধ মজুদ গড়ে তুলে বাজার পরিস্থিতি অস্থিতিশীল বা অধিক মুনাফা হাতানোর সুযোগ কাউকে দেওয়া হবে না।
তিনি বলেন, বর্তমানে বাজারে অনেক পণ্য রয়েছে। পণ্যের অভাব নেই। তবে রমজানে ক্রেতাদের একসাথে অধিক পণ্য ক্রয় না করার অনুরোধ জানাচ্ছি। বাজারে কোন ধরণের পণ্যের সংকট হবে না বলেও জানান তিনি।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, রমজান সামনে এলেই প্রতি বছরের ন্যায় এবারও নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন এক শ্রেণির ব্যবসায়ীরা। এই বাজার ঘিরে অস্থির হয়ে উঠে বাজারের বিভিন্ন জিনিসের। এ পরিস্থিতিতে সরকার আন্তরিক এবং কঠোর মনিটরিং করলে দাম নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, রমজান আসলেই দ্রব্যমূল্যের দাম বাড়ানোর তৎপরতা শুরু করে এক শ্রেণির ব্যবসায়ী ও মজুদদার। করোনাকালীন সংকটের সময়েও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। ইতিমধ্যে ব্যবসায়ী-প্রশাসনের দায়িত্বশীলরা বৈঠক করেছেন। এতে প্রশাসনের কঠোর মনিটরিং ও নজরদারি থাকলে সাধারণ মানুষের জন্য হলেও নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে থাকবে বলে আশা করছেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল