প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটালি এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ছাড়াও প্রযুক্তিগত বহুমাত্রিক উন্নয়ন হয়েছে দেশে। প্রতিটি কাজে এখন স্মার্টকার্ড প্রয়োজন হচ্ছে। ফলে দেশে প্রযুক্তিগত উন্নয়নের ফলে স্মার্ট কার্ডের ব্যবহার এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, স্মার্ট কার্ড প্রদানের দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা চেষ্টা করছি দায়িত্বটি সুচারুরূপে পালন করতে। এই স্মার্ট কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এই কার্ডটি সংরক্ষণ করার জন্য সকলের কাছে অনুরোধও জানান তিনি।
রবিবার সকালে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন। সন্দ্বীপ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম নির্বাচন অফিসের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিমসহ আরো বেশ কয়েকজন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারি সফরের অংশ হিসেবে নিজ বাড়ি সন্দ্বীপে এসেছেন কাজী হাবিবুল আউয়াল। গত শনিবার সকালে সীতাকুন্ডের কুমিরা ঘাট থেকে তিনি স›দ্বীপ পৌছান তিনি। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ উপজেলা পরিষদ চত্বরে থানা পুলিশের একটি দল সিইসিকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর সিইসি কাজী হাবিবুল আউয়াল মুছাপুর এলাকায় তাঁর নানার কবর জেয়ারত করেন। নিজ বাড়ি সারিকাইত ইউনিয়নের কাজী বাড়িতে রাত্রী যাপন করেন। সিইসি’র আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
তাছাড়া গত শুক্রবার ৪ দিনের সফরে চট্টগ্রামে আসেন সিইসি। বিকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে একটি সভাও করেন। সভার আগে সাংবাদিকদের সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটি ‘সুন্দর ভোট’ হবে। আমাদের কাজ হচ্ছে আইন এবং সংবিধান অনুযায়ী সবার সহযোগিতা নিয়ে নির্বাচন পরিচালনা করা। সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক বা জাতীয় সংসদ নির্বাচন। আমাদের দায়িত্ব আইনের আলোকে সব দলের অংশগ্রহণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করা।
বিডি প্রতিদিন/হিমেল