জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, দেশীয় শিল্পের সুরক্ষা এবং কর ব্যবস্থাকে আরো সহজ করার কাজ করছে এনবিআর। কিভাবে করের বোঝা কমানো যায় এবং সহজ পরিবেশ তৈরি করা যায় সেই লক্ষ্যেও এনবিআর কাজ করছে। রবিবার সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সদস্য এবং ব্যবসায়ীদের সাথে আলোচনাকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী বাজেটে দেশীয় লবণ শিল্প রক্ষায় শিল্প খাতে আমদানিকৃত লবণ বাজারে বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যেসব কর্পোরেট প্রতিষ্ঠান রিটার্ণ দাখিল করছে না তাদের তালিকা প্রণয়ন করা হচ্ছে। বৃহৎ কোম্পানীসমূহের অনলাইন ব্যবসাকে করের আওতায় আনা হচ্ছে। এসএমই খাতের উন্নয়নের স্বার্থে সক্ষমতা অর্জিত হলে দেশে উৎপাদন হয় এমন পণ্য আমদানি করা হবে না।
সভায় চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা ও সামস উদ্দিন আহমেদ, চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, প্রাক্তন পরিচালকদ্বয় মাহফুজুল হক শাহ ও আফসার হাসান চৌধুরী (জসিম), জিপিএইচ ইস্পাত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আজিজুল হক, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আবু মোরশেদ চৌধুরী, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আবদুল ওয়াদুদ, বিজিএমইএ’র ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, রিহ্যাব-চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম চৌধুরী, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল