প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহিদুল আলম বলেন, হালদায় মা মাছের প্রজনন মৌসুমকে সামনে রেখে উপজেলা প্রশাসন বিভিন্ন পয়েন্টে নজরদারী বৃদ্ধি করেছে। একই সাথে নিয়মিত অভিযানও পরিচালনা করছে। শনিবার রাতে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়। এ অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন পুলিশ প্রশান ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/এএম