চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মাসুদ রানা নামের এক যাত্রীকে এক কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ এবং ৯ কেজি সিসাসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বাড়ি জামালপুর। বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দারা তাকে আটক করেন। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে মামলা এবং স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাংলাদেশ এয়ার লাইন্সের বিজি ১৪৮ নামের একটি ফ্লাইট দুবাই থেকে এসে শাহ আমানতে অবতরণ করে। এসময় গোপন সংবাদ থাকায় মাসুদ রানাকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। পরে তার ব্যাগ তল্লাশি করে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা পাওয়া যায়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা পাওয়া যায়। তার বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি আটক করা স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন