২ অক্টোবর, ২০২২ ২১:১৫

হালদা নদীতে মিলল জাটকা ইলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

হালদা নদীতে মিলল জাটকা ইলিশ

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে একটি জাটকা ইলিশ পাওয়া গেছে। শনিবার বিকালে নদীর গড়দুয়ারা নয়াহাট থেকে হালদার মুখ পর্যন্ত পরিচালিত অভিযানে নিষিদ্ধ জাল জব্দ করতে গিয়ে জাল থেকে মাছটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাটকাটি হালদা নদীতেই অবমুক্ত করা হয়েছে। হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুন হুদা রনি নেতৃত্বে পরিচালিত অভিযানে আড়াই হাজার মিটার অবৈধ জাল ও পাঁচটি বড়শি উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইডিএফ এর সহকারী মৎস্য কর্মকর্তা গোলাম রব্বানী।       

সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুন হুদা রনি বলেন, নদীর চান্দগাঁও অংশে উদ্ধারকৃত জালে আটকা পড়া একটি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জাটকাটি তাৎক্ষণিক নদীতে অবমুক্ত করা হয়। তিনি বলেন, মাছটি হালদা নদীর মোহনার কাছাকাছি স্থান থেকে উদ্ধার করা হয়েছে। এ মৌসুমে মাছ লবণাক্ত পানি থেকে মিঠা পানির দিকে চলে আসে। তখন সেখানে কিছু সময় অবস্থানও করে। এমন সময় হয়তো মাছটি জালে আটকে যায়। গত বছরও একই জায়গা থেকে একটি ইলিশ উদ্ধার করা হয়েছিল।

 বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর