অর্থ ও সরঞ্জামের অভাবে মাঠে নামতে পারছেন না চট্টগ্রামের হুইল চেয়ার ক্রিকেট দলের খেলোয়াড়রা। মাঠে নামার সকল প্রস্তুতি থাকলেও নামতে পারছে না চট্টগ্রামের শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট দল “চট্টগ্রাম হুইলচেয়ার ক্রিকেট দল”।
জানা যায়, চট্টগ্রাম হুইলচেয়ার ক্রিকেট দলের যাত্রা শুরু হয় ২০১৬ সালে। শুরু থেকে এ টিমের ক্যাপ্টেন হিসেবে আছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অলরাউন্ডার খেলোয়াড় আহাদুল ইসলাম। এ টিমে ২২ জন প্রতিবন্ধী ক্রিকেটার রয়েছেন। যারা দেশে চট্টগ্রাম হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন। নানা সময়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় খেলার ম্যাচে অংশ নেওয়ার ডাক আসলেও পর্যাপ্ত সরঞ্জাম না থাকার কারণে খেলতে পারছে না।
বাংলাদেশে হুইলচেয়ার ক্রিক্রেট দল রয়েছে ৬টি। তার মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম। চট্টগ্রামের টিম ছাড়া অন্য ৫টি দল বিভিন্ন ম্যাচে অংশ নিচ্ছে নিয়মিত। এসব টিমের স্থানীয় প্রশাসন, ক্রীড়া সংস্থা ও অনান্য ব্যক্তি-প্রতিষ্ঠান তাদের নিয়মিত সহযোগিতা করে বলে জানা গেছে।
চট্টগ্রাম দলের ক্যাপ্টেন ও বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অলরাউন্ডার খেলোয়াড় আহাদুল ইসলাম বলেন, করোনাকালীন দুই বছর আমরা খেলাধুলা করতে পারি নাই। আমরা বাংলাদেশ দল থেকে কোনো ধরনের বেতন পাই না। দেশের বাইরে খেলতে গেলে ছোট্ট একটা সম্মানী পাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের দায়িত্ব নিলে দেশের বাইরে আমরা আরও ভালো করতে পারবো বলে বিশ্বাস করি। আমাদের চট্টগ্রাম টিমটি পিছিয়ে আছে। আমরা কোনো ধরনের প্র্যাক্টিস করতে পারছি না। চট্টগ্রামে এখন পর্যন্ত ক্রিকেটের জন্য সরকারি বেসরকারি কোনো দপ্তর থেকে আমরা সহযোগিতা পাইনি, আমি চাই দেশের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে কেউ যেন আমাদের পাশে এসে দাড়াঁয়।
চট্টগ্রাম টিমের আহাদুল ইসলাম ও মোরশেদ আলম দু’জন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের খেলোয়াড়। আহাদ এখন পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে। যার তিনটিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আহাদুল এক সময় চাকরি করতেন কিন্তু চাকুরি করলে ক্রিকেটকে ছেড়ে দিতে হবে তাই চাকরিটা ছেড়ে ক্রিকেটকে আকড়ে ধরেই বাচঁতে চান এই অদম্য তরুণ। ইচ্ছে আছে ব্যবসা করে সাথে ক্রিকেটকে আকড়ে রেখে নিজেকে ক্রিকেট এ প্রতিষ্ঠা করার স্বপ্ন।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মো. আলমগীর বলেন, আসলে এ ধরনের কোন খেলোয়াড় বা টিম আমাদের সাথে যোগাযোগ করেনি। যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা পর্যাপ্ত সহযোগিতা করবো এবং জাতীয় দলে যদি খেলার আগ্রহ থাকে সেক্ষেত্রেও আমরা সাপোর্ট দিবো।
বাংলাদেশে হুইলচেয়ার ক্রিকেটের যাত্রা শুরু হয় ২০১০ সালে। মোহাম্মদ মহসিন বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের অধিনায়ক। বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেটাররা বাংলাদেশে অনুষ্ঠিত আইসিআরসি আন্তর্জাতিক ক্রিকেট টুনার্মেন্ট এবং ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপসহ প্রধান প্রধান প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণ করে আসছে।
বিডি-প্রতিদিন/বাজিত