চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মাস্টার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা ১১টার দিকে রাজধানী ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বাংলাদেশ প্রতিদিনকে জানান, সোমবার হালিশহরের বিডিআর মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বেলা ১১টায় সন্দ্বীপ বহুমুখী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, মোহাম্মদ শাহজাহান মাস্টার সন্দ্বীপে আওয়ামী লীগের একজন সুদক্ষ সংগঠক ছিলেন। তিনি তিনবার সন্দ্বীপ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হন। জীবনের বেশিরভাগ সময় তিনি আওয়ামী লীগের রাজনীতির পেছনে ব্যয় করেছেন। ব্যক্তি জীবনে একজন সজ্জন রাজনৈতিক ও সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন মাস্টার শাহজাহান।
বিডি প্রতিদিন/এমআই