চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক থেকে বালু ফেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৪২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। তিনি ফতেয়াবাদ রেলগেট এলাকার নুরুল ইসলামের ছেলে।
বুধবার (০১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মির্জাপর চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, একটি বালুভর্তি ড্রাম ট্রাক বালু ফেলার সময় ৩৩ কে.ভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয় গাড়িটি। এসময় গাড়ির চালক আমির হোসেন ড্রাইভিং সিটে আটকা পরেন। খবর পেয়ে তাকে উদ্ধার করি। পরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ