চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ বিষয়ে চমেক পরিচালকের সঙ্গে বৈঠক করেছে চীনা প্রতিনিধি দল। এসময় প্রকল্পের বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়। শনিবার চমেকের সভাকক্ষে এ সমঝোতা হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণের ব্যাপারে চীনা প্রতিনিধি দল সন্তুষ্ট। প্রকল্পের এমওইউ স্বাক্ষর হবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চীনা অ্যাম্বাসির মধ্যে। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে ভৌত অবকাঠামোর কাজ শুরু হবে। চীনা প্রতিষ্ঠান শুধু হাসপাতালে অবকাঠামোই দেবেন না, এ হাসপাতালের সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতিও তারা দেবেন।
চমেক হাসপাতালের পক্ষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ও চীনা প্রতিনিধি দলের পক্ষে চীনা অ্যাম্বাসির সেকেন্ড সেক্রেটারি (অর্থনৈতিক ও বাণিজ্যিক) শি চ্যাঙ সমঝোতা স্বাক্ষর করেন। এসময় চিনা প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও পূর্ণাঙ্গ বার্ন ইউনিট ছিল না। তাই দগ্ধ ও পোড়া রোগীদের সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হতো না। গত বছর বিএম ডিপো বিস্ফোরণে ৫০ জনের মৃত্যু হওয়ার পর আবারও পূর্ণাঙ্গ বার্ন ইউনিটের প্রসঙ্গ আলোচনায় আসে।
বিডি প্রতিদিন/এমআই