১৯ মার্চ, ২০২৩ ১৭:৪৬

জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের বৃত্তি প্রদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের বৃত্তি প্রদান সম্পন্ন

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে তৃতীয় ধাপে ১৩৭ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তির টাকা দেওয়া হয়েছে। 

শনিবার (১৮ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কে বি আবদুস সাত্তার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তির টাকা তুলে দেয়া হয়। তৃতীয় ধাপে চসিক পরিচালিক ১০টি স্কুল ও নগরীর প্রান্তিক এলাকায় শিক্ষার্থীদের ছয় লাখ টাকার বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।

শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর ১১৭তম ওরশ উপলক্ষ্যে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে এই বৃত্তির টাকা দেয়া হয়েছে। এই নিয়ে এই ট্রাস্ট দেড় হাজার শিক্ষার্থীকে ৭১ লাখ টাকা দিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

বৃত্তি প্রধান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর আবু মোহাম্মদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাকশিস কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদস্য তাজুল ইসলাম ও খলীল মীর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিছবাহ্ উর রহমান বক্তব্য রাখেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর