তরমুজ খাওয়ানোর লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব বয়স্ক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম খাজা মিয়া। বৃহস্পতিবার ভোরে ফটিকছড়ি উপজেলার গোয়াছ ফটিক এলাকা থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়। খাজা মিয়া ওই এলাকার রজব আলীর ছেলে।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গত ৪ এপ্রিল খাজা মিয়া তরমুজ খাওয়ানোর কথা বলে ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে খাজা মিয়া দরজা খুলে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ভোরে গোয়াছ ফটিক এলাকায় অভিযান চালিয়ে খাজা মিয়াকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম