চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই নারীর নাম নুরু নাহার। শুক্রবা রাতে নগরীর কোতোয়ালী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া নুরু নাহার কক্সবাজার জেলার রামু থানার সুরত আলমের মেয়ে।
কোতোয়ালী থানার ওসি জাহিদুর কবির বলেন, কক্সবাজার থেকে ইয়াবার চালান আসছে এ তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫শ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম