সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে এক নারীকে নিয়ে অশ্লীল ও আপত্তিকর ক্যাপশনযুক্ত ছবি পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম- আবদুল মুমিন তুষার। শনিবার রাতে নগরীর ডবলমুরিং থানাধীন বেপারী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, ভুক্তভোগী নারীর পরিবারের সাথে অভিযুক্তদের পারিবারিক বিরোধ ছিল। তাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে ভুক্তভোগী নারীর ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে। পরে ওই আইডি থেকে অশ্লীল ও আপত্তিকর ক্যাপশনযুক্ত ছবি প্রকাশ করা হয়। এ বিষয়ে ওই নারী অভিযোগ করলেও তুষারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম