২৭ মে, ২০২৩ ১৬:৫৪

যুদ্ধাপরাধীদের নামে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবর্তনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যুদ্ধাপরাধীদের নামে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবর্তনের প্রস্তাব

চট্টগ্রামে যুদ্ধাপরাধীদের নামে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বাতিল করে নতুন নামের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। দুটি স্কুল হলো হাটহাজারী উপজেলার ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং নগরের বন্দর থানার মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতারের সই করা এক চিঠিতে এ প্রস্তাব পাঠানো হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাটহাজারী উপজেলার ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিবর্তে এলাকার নামানুসারে রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে রূপান্তর করে প্রতিষ্ঠান প্রধান রেজুলেশন ও প্রত্যয়নপত্রসহ আবেদন করেছেন।’ 

অপর চিঠিতে নগরীর মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নামও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী জানান, চট্টগ্রামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামের বিষয়ে অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর