চট্টগ্রাম নগরীর ঝোপের মধ্য থেকে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই শিশুর আনুমানিক বয়স ছয় বছর। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন দেওয়ানহাট ব্রিজ সংলগ্ন ঝোপের মধ্যে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, ঝোপের মধ্যে শিশুটির কান্না শুনে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। শিশুটি শারীরিক ভাবে খুবই অসুস্থ। তাকে সমাজ সেবা অফিসারের তত্ত্বাবধায়নে চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি বলেন, শিশুটি বুদ্ধিপ্রতিবন্ধী। কথা বলতে পারে না। তাই নাম ও ঠিকানা জানা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল