২১ আগস্ট, ২০২৩ ১৯:১১

মোবাইল ছিনতাই, তিন কিশোর গ্যাংয়ের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মোবাইল ছিনতাই, তিন কিশোর গ্যাংয়ের সদস্য আটক

প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়নে রেললাইনে ঘুরতে গিয়ে মাদ্রাসার ৪ ছাত্রের কাছ থেকে মোবাইল ছিনতাই করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে আধুনগর উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, নির্মাণাধীন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন দেখতে গিয়ে গত ১৮ আগস্ট সন্ধ্যায় ছিনতাইয়ের শিকার হন আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৪ ছাত্র। এসময় সংঘবদ্ধ ছিনতাইকারীর দল গতিরোধ করে তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর ছিনতাইয়ে জড়িত কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে ছিনতাইয়ের কথা স্বীকার করে। এসময় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া দুটি মোবাইল ও নগদ টাকা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর