৫ ডিসেম্বর, ২০২৩ ১৮:০০

চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৩

প্রতীকী ছবি

চট্টগ্রামে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন- মো হৃদয়, নাজির শরীফ এবং রায়হান। সোমবার রাতে নগরীর খুলশী ও চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা।

সিএমপি’র গোয়েন্দা পুলিশ (উত্তর ও দক্ষিণ) জোনের উপ-কমিশনার সাদিরা খাতুন বলেন, গত ৩ ডিসেম্বর নগরীর দামপাড়া এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে ছাত্রদলের ১০ থেকে ১২ জনের একটি দল। ঘটনার সময় গাড়ি চালক ও সহকারি অগ্নিদগ্ধ হন। ঘটনার পর পরই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে ডিবি পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পরিকল্পিত ভাবে অভিযুক্তরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনা ছাড়াও তারা ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর দু'দফায় গাড়িতে অগ্নিসংযোগ করেছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর