চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলার আধুনগর ইউনিয়নের স্টেশন এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয় ফার্নিচার মার্কেটের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, মানসিক ভারসাম্যহীন লোকটি রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছেন স্থানীয়রা। রাতে রাস্তার পাশেই ঘুমাতো। সকালে তার মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশের কাছে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে চমেক মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন