চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, কক্সবাজারের রামু উপজেলার রাজারপুল এলাকার বোরহান উদ্দিন (২৪) ও পটিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সুজন দাস (৩৮)। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।
চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গ্রেপ্তারকৃত দুই দালাল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া, পরীক্ষা করতে বাধ্য করা ও নির্দিষ্ট ফার্মেসী থেকে ওষুধ নিতে বাধ্য করে। তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম