চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (১৫) নামের এক কিশোর মারা গেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে পতেঙ্গা থানার আউটার রিং রোডের চরপাড়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মনিরের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী এলাকায়।
পতেঙ্গা থানার এএসআই কিরণ হোসেন জানান, মনির আউটার রিং রোডে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার দ্রুতগতিতে মনিরের সাইকেলকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পায় সে। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। পুলিশ মনিরের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এএম