ভাবির নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেফতার হওয়া যুবকের নাম এসএম আতিক শাহরিয়ার। শনিবার রাতে চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে এক প্রবাসীর স্ত্রীর সাথে প্রতারণার অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। তদন্তকালে ওই নারীর দেবর শাহরিয়ারের নাম উঠে আসায় তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রবাসী নারীর সাথে প্রতারণার কথা স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহরিয়ার জানান- ভিকটিমের ব্যবহৃত পুরনো স্মার্ট ফোন থেকে ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও পায়। পরে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকী দিয়ে নারীর কাছে ৩০ হাজার টাকা বিকাশে দেয়ার জন্য হুমকী দেয়।
বিডি প্রতিদিন/এএম