চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের সদস্যদের নিয়ে মোবাইল সাংবাদিকতার বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলায়তনে উদ্বোধনী কর্মশালা শুরু হয়। সিইউজের সিনিয়র সহ-সভাপতি রুবেল খানের সভাপতিত্বে উদ্বোধনী কর্মশালায় বক্তব্য রাখেন সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সহসভাপতি স.ম ইব্রাহিম, পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
সিইউজে'র সহসভাপতি অনিন্দ্য টিটো, প্রতিনিধি ইউনিট প্রধান সোহেল সরওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ