২৪ এপ্রিল, ২০২৪ ২০:৫২

চট্টগ্রামে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি কুলপাগলী এলাকার কৃষি ক্ষেতে কাজ করতে গিয়ে সামশুল আলম (৬০) নামের এক কৃষক মারা গেছেন। ধারণা করা হচ্ছে খোলা মাঠে কাজ করার সময় হিট স্ট্রোক করে মারা গেছেন। বুধবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে।   

নিহতের ছেলে জয়নাল বলেন, প্রতিদিনের মতো সকালে আমার বাবা আমাদের বাড়ির একটু পশ্চিমে কুলপাগলী এলাকায় মরিচ ক্ষেত দেখতে যান। প্রতিদিন ঘণ্টা-দুয়েক কাজ করে বাড়িতে ফিরে আসেন। আজ দীর্ঘক্ষণেও বাড়ি ফিরে না আসায় আমার মা গিয়ে দেখেন বাবা মৃত অবস্থায় ক্ষেতে পড়ে আছেন।  

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাছানা বলেন, কৃষি কাজ করতে গিয়ে মারা গেছেন। তবে কী কারণে মারা গেছেন তা নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে, অতি গরমের মধ্যে মাঠে কাজ করার সময় এমন ঘটনা ঘটতে পারে। হয়তো আগে থেকে অন্য কোনো রোগও থাকতে পারে।   


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর