চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মতবিনিময় সভায় দুই উপদেষ্টার উপস্থিতিতে মাল্টিমিডিয়াতে প্রদর্শন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় শেখ হাসিনার সঙ্গে চউকের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামকেও দেখা যায়।
এতে তৎক্ষণাত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সভায় উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ‘জুলাই আগস্টে ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা আপনারা এখনো ধারণ করছেন না। ফ্যাসিবাদ সরকারের ভুত এখনো মাথা থেকে যায়নি। কোথায় কী দেখাতে হবে সেই বোধও আপনাদের হয়নি?’
শনিবার দুপুরে চউক সম্মেলন কক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান উন্নয়ন প্রকল্প ও সামগ্রিক কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। এ সময় ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ উপস্থিত ছিলেন। জলাবদ্ধতা প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে চউক নির্বাহী প্রকৌশলী ও জলাবদ্ধতা প্রকল্পের পরিচালক আহমেদ মাঈনুদ্দিন তথ্যচিত্র প্রদর্শনের সময় পর্দায় ভেসে ওঠে শেখ হাসিনার ছবি।
উপদেষ্টা আদিলুর রহমান খান এসময় আরও বলেন, ‘আজকের প্রোগ্রাম নিয়ে আপনাদের কোনো প্রস্তুতি নেই। প্রকল্প উপস্থাপনে কী ছবি ও ভিডিও যাচ্ছে তা আগে থেকে দেখা দরকার ছিল।’
এ সময় চউক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম উপদেষ্টাকে সরি বলেন। ফ্যাসিবাদের ভুত মাথা থেকে সরিয়ে সিডিএতে জুলাই-আগস্টের স্পিরিট নিয়ে সামনের দিয়ে এগিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন।
সভায় চউকের প্রকল্প বিষয়ক তথ্য নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপন করেন উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টারপ্ল্যান প্রকল্পের পরিচালক আবু ঈসা আনসারী, চাক্তাই টু কালুরঘাট শীর্ষক রোড কাম বেড়িবাধ নির্মাণ প্রকল্পের পরিচালক রাজীব দাস, গণপূর্ত অধিদপ্তরের প্রকল্পগুলো নিয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী একিউএম শাহজালাল মজুমদার ও গৃহায়ণ অধিদপ্তরের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার।
সভায় চট্টগ্রাম সিটি করপেররেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, গণপূর্ত সচিব হামিদুর রহমান খানসহ চউক, গণপূর্ত অধিদপ্তর ও গৃহায়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমএস