বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেছেন, ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তারের জন্য বার বার স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল।
সোমবার সন্ধ্যায় ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে নগরীর ষোলশহর রেলস্টেশনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে উপস্থিত ছাত্রজনতা বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
রাসেল আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহের পেছনে ভারতের ষড়যন্ত্র ছিল। তাদের ষড়যন্ত্রের কারণে এই বিদ্রোহ হয়েছিল। আমাদের ভাইদের ভারত সীমান্তে হত্যা করেছে। ফেলানী হত্যার এখনও কোনো বিচার হয়নি।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ভারত কেউ না। বিগত দিনগুলোতে ভারত বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছিল। এখন বাংলাদেশ নিয়ে ভারত ষড়যন্ত্র করছে। বাংলাদেশে সবাই মিলেমিশে বসবাস করছে। কিন্তু অপতথ্য ছড়াচ্ছে। সমাবেশে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বিডিপ্রতিদিন/কবিরুল