চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে একটি বাড়িতে ঢুকে ডাকাতি করেছে একদল ডাকাত। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ওই ইউনিয়নের নাজিমুদ্দিন শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ডাকাতরা বাড়ির মালিক নাজিমুদ্দিন শরীফকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে।
চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সাথে কথা বলেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ৩টায় মুখোশধারী ৭-৮ ব্যক্তি গেটের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা রুমের দরজার লক ভেঙে রুমের ভেতরে প্রবেশ করে। বাড়ির মালিক শরীফ বাধা দিলে তাকে রামদা দিয়ে আঘাত করেন এবং তার স্ত্রীসহ দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ সাড়ে ৬ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যান। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয়রা শরীফকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চমেকে নেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল