সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সর্বশেষ স্বাক্ষী হিসেবে রবিবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে স্বাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার। মামলায় মোট ৩৬ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত আগামী ২৫ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য্য করেছেন।
রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং আধঘন্টা বিরতি দিয়ে বিকেল সাড়ে ৩টা থেকে ৬টা ৫ মিনিট পর্যন্ত আদালতের বিচারক আকবর হোসেন মৃধা সুরঞ্জিত তালুকদারের সাক্ষ্য গ্রহণ করেন। এদিকে, এদিন মামলার প্রধান আসামি কামরুল ইসলামের পক্ষে তার আইনজীবীরা কামরুলের উপস্থিতিতে পুণরায় সকল সাক্ষীর সাক্ষ্য পুণরায় গ্রহণের আবেদন করেন। বিকেলে শুনানি শেষে আদালত এ আবেদন নামঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আদালতের পিপি মফুর আলী।
মফুর আলী জানান, আদালত আগামী ২০ অক্টোবর মামলার সাক্ষী ও আসামি যাচাই-বাছাইয়ের এবং ২৫ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য্য করেছেন।
এদিকে, রবিবার কামরুলকে হাজিরের জন্য আদালতে নিয়ে যাওয়ার পথে উপস্থিত লোকজন বিক্ষোভ করেন। তারা কামরুলকে জুতা প্রদর্শনের পাশাপাশি তার ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে শিশু রাজনকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন করে নির্মমভাবে খুন করা হয়।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/ এস আহমেদ