রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ শীর্ষ চার নেতাকে আটক করেছে পুলিশ। মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশ রবিবার রাত দেড়টার দিকে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে অন্যরা হলেন: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা জামায়াতের আমির মোহাম্মদ হাফিজ উদ্দিন ঈশা, রোকন জিল্লুর রহমান ও মমতাজ উদ্দিন আহমেদ।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, রবিবার রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল তেরোখাদিয়া এলাকায় অবস্থান করছেন। এ সময় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে নগর জামায়াতের শীর্ষ নেতা জিল্লুর রহমান এবং বোয়ালিয়া এলাকা থেকে অন্য জামায়াত নেতাদের আটক করা হয়। আটক জামায়াত নেতা এমাজ উদ্দিন মণ্ডলসহ অন্যরা পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ একাধিক নাশকতার মামলার আসামি।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৫/ রশিদা