সিলেটে ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার নথিপত্র মহানগর দায়রা জজ আদালত থেকে মহানগর হাকিম আদালতে আসেনি। নথি না আসায় সোমবার সিলেট মহানগর হাকিম ২য় আদালতে মামলাটির শুনানি হয়নি বলে জানিয়েছেন আদালতের জিআরও এএসআই বিজয় চন্দ্র দাস। তিনি জানান, আদালতের বিচারক আনোয়ারুল হক আগামী ৪ নভেম্বর পরবতী শুনানীর তারিখ নির্ধারণ করেছেন। এর আগে গত ৪ অক্টোবরও একই কারণে মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি।
এ মামলার গ্রেফতার হওয়া দৈনিক সবুজ সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী ও কানাইঘাটের মোহাইমিন নোমান ‘মিস কেইস’ দায়ের করলে গত ২৮ সেপ্টেম্বর মহানগর হাকিম ২য় আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে মামলার নথিপত্র স্থানান্তর করা হয়।
গত ১২ মে সিলেটের সুবিদবাজারে নিজের বাসার সামনে কুপিয়ে খুন করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে। অনন্ত হত্যা মামলায় সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র কানাইঘাট উপজেলার বাসিন্দা মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে মান্নান রাহী ব্লগার অনন্ত হত্যায় ‘দোষ স্বীকার’ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এছাড়া ঢাকায় ব্লগার অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মো. তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল প্রকাশ ও সাদেক আলী মিঠুকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৫/ রশিদা