সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাময়িক জনভোগান্তি হলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান অব্যাহত থাকবে। রাজধানীর গণপরিবহনগুলোর ৬০ শতাংশ সরকার নির্ধারিত ভাড়া আদায় করছে, আর ৪০ শতাংশ আদায় করছে অতিরিক্ত ভাড়া বলেও জানান তিনি।
সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিস) কার্যালয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বাসগুলো যেন অপরিষ্কার ও নোংরা না থাকে এবং এ নিয়ে আর যেন কোনো যাত্রী অভিযোগ না করে সেজন্য বিআরটিসির চেয়ারম্যান ও কর্মকর্তাদের পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন ওবায়দুল কাদের।
সড়কে নতুন গণপরিবহন নামানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাস বাড়ানোর জন্য কতোগুলো প্রস্তাব পড়ে আছে। সেনাবাহিনী কিছু বাস নামানোর পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী ২৯ অক্টোবর এ নিয়ে একটি বৈঠক আছে। ১০০ মিনিবাস নামানোর একটা অনুমোদন দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন