চট্টগ্রামের সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে ও আজ সোমবার ভোরে এ অভিযান পরিচালিত হয়।
সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ মাধবপুর ইউনিয়নের সুন্নি পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে চারটি দেশিয় ককটেল, একটি এলজি, তিনটি কার্তুজ, একটি বড় কিরিচ, একটি ছুরি, একটি লোহার হাতল, একটি লম্বা রডসহ ৫জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রুমন দে (২২), লিটন চন্দ্র দেব (২৩), ইমন হোসেন (১৮), রিম্পল দাস (২৩) ও সাধন রাণী দে (৪০)।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, সুন্নি পুকুর পাড় এলাকা থেকে অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র বিক্রেতা ইমরান হোসেনকে (২৬) একটি এলজি ও চার রাউণ্ড কার্তুজসহ আটক করেছে পুলিশ।
থানার উপ-পরিদর্শক মো. সোলায়মান বলেন, গোপন খবরে পুলিশের একটি টিম গভীর রাতে লোহাগাড়া উপজেলার চুনতি খানদীঘি এলাকায় অবস্থান নেয়। কক্সবাজার থেকে অস্ত্র বিক্রেতাকে বহনকারী মাইক্রোবাসটি সেখানে আসার পর পুলিশ সেটি তল্লাশি চালায়। অস্ত্র বিক্রেতা ইমরান নিজেই গাড়ি চালাচ্ছিল। তার আসনের পাশে ব্যাগের ভেতরে অস্ত্র এবং গুলি পাওয়া যায়। পুলিশ মাইক্রোবাসটিও আটক করেছে।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন