ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বাসে তল্লাশি চালিয়ে জাবেদ হোসেন (২৫) নামে এক যুবককে ১০টি সোনার বারসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রামের বাড়ি সিলেট জেলায়। সে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিলেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই উপজেলার গুলিস্তান পেট্রল পাম্পের সামনে বাসটি থামিয়ে সেখানে তল্লাশি চালায় পুলিশ। এ সময় জাবেদের দুই জুতার ভেতরে বিশেষ কৌশলে রাখা পাঁচটি করে দশটি সোনার বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন