রংপুর শহরে বাস চাপায় বাইসাইকেল আরোহী ভাই-বোন নিহত ও তাদের আরেক ভাই আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর দর্শনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার অটোরিকশা চালক মমিন উদ্দিনের মেয়ে সুমাইয়া আক্তার (৬) ও ছেলে আব্দুস সালাম (৫)।
আহত আশরাফুল ইসলামকে (১৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই হাসপাতালের সহকারী পরিচালক বিমল কুমার বর্মণ বলেন, আশরাফুলের মাথা থেঁতলে গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের বলেন, আশরাফুল ছোট ভাই সালাম ও বোন সুমাইয়াকে বাইসাইকেলে করে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছিল। পথে দিনাজপুরগামী তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে সুমাইয়া ঘটনাস্থলেই এবং সালাম হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন