বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ অথচ তাকে নিয়ে সরকারের কিছু কর্তাব্যক্তি নানা মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
সোমবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল।
হান্নান শাহ বলেন, আমাদের নেত্রী অসুস্থ। আমরা তার রোগমুক্তি কামনা করছি। অথচ আশ্চর্যের বিষয় সরকারের কিছু কর্তাব্যক্তি তার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছেন এমনকি নানা অপপ্রচার চালাচ্ছেন। এভাবেই সবসময় মিথ্যাচার করে জনগণকে প্রতারিত করে আসছে এ সরকার।
এ সময় তিনি মিথ্যা প্রচারণা বন্ধ করে সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সভাপতি হাফেজ আব্দুল মালেক, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন