ট্রাকের চাপায় আপন বাসপোর (১৩) নামের কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ ও ভাঙচুর করে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহনগরীর পায়রা চত্বরে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত আপন বাসপোর জুম্মাপাড়া সুইপার কলোনির নাদিম বাসপোর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে একটি দ্রুতগামী ট্রাক আপনকে চাপা দিলে তার মৃত্যু হয়। এ খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর তারা সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। ঘাতক ট্রাকটিকে কোতোয়ালি থানায় নিয়ে গেছে পুলিশ।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেল তিনটায় রংপুরের দর্শনা এলাকাতে বাসচাপায় একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৫/মাহবুব