প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান আর নেই। আজ বিকেল ৫.২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
পারিবার সূত্র জানিয়েছে, বেশ কিছু দিন ধরেই তিনি নানা অসুস্থ্যতায় ভূগছিলেন। কয়েক দিন হলো তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তাকে আইসিইউতেও রাখা হয়েছিল।
তার ছোট ভাই এস আর খান বলেন, বিচারপতি হাবিবুর রহমান খানের লাশ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা আছে। কাল সকালে গুলশানের বাসায় নেওয়া হবে। পরে লাশ মানিকগঞ্জে গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি মরহুমের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
হাবিবুর রহমান খানের এক ছেলে এক মেয়ে। ছেলে বর্তমানে বিদেশে রয়েছে। তবে মেয়ে দেশেই আছেন। সাবেক এই বিচারপতি বিচারবিভাগে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে তিনি ওয়েজ বোর্ড, ট্রুথ কমিশন ও প্রেস কউিন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন