রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসলাম নগরীর হেতেমখাঁ এলাকার মৃত ইসলামের ছেলে। ঘটনার পর পুলিশ নিহতের খালাতো ভাই জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই আওয়ামী লীগ নেতা আসলামের মৃত্যু হয়। হাসপাতালে তার মৃত্যু ‘ব্রডডেথ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। তার লাশ বর্তমানে হাসপাতালের শবাগারে রাখা হয়েছে। এ ঘটনার জাহিদ নামের একজনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, সন্ধ্যায় ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক আসলামকে একটি ঘটনার মিমাংসা করার জন্য বাড়ি থেকে লক্ষ্মীপুর এলাকায় নিয়ে যায় তার খালাতো ভাই জাহিদ। সেখানে বাক-বিতণ্ডার এক পর্যায়ে আসলামকে বেধড়ক মারপিট করা হয়। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথেই আসলাম মারা যায়।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        