ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন পররাষ্ট্র সচিবের সাক্ষাতের পর জানিয়েছেন, দুই বিদেশী নাগরিক হত্যাকাণ্ডের পর সরকার কূটনৈতিক জোন ও নির্দিষ্ট কিছু জেলায় বাড়তি পুলিশী নিরাপত্তা দেয়ায় তারা আগের চেয়ে নিরাপদবোধ করছেন।
সন্ধ্যায় পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তার কাছে প্রশ্ন ছিল দুই বিদেশী হত্যাকাণ্ডের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফ করা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঢাকায় এখন চলাচলে আপনারা নিরাপদ ভোগ করছেন কিনা? জবাবে তিনি বলেন, সরকারের দেয়া বাড়তি পুলিশি নিরাপত্তায় তারা আগের চেয়ে নিরাপদবোধ করছেন।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন