নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও শিমরাইল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ জানান, বুধবার ভোরের কোনো এক সময় বাসের ধাক্কায় একটি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে চালকসহ চার আরোহীর লাশ উদ্ধার করা হয়। নিহত একজনের কাছে থাকা মোবইল ফোন থেকে যোগাযোগ করে জানা গেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে অটোরিকশায় ঢাকার দিকে যাচ্ছিলেন তারা।
এদের মধ্যে অটোরিকশার চালক সাগরের (২৫) বাড়ি রূপগঞ্জ উপজেলা কাজীপাড়ায়। আর তিন আরোহীর মধ্যে মিন্টু (৪০) নামের একজনের বাড়ি রূপগঞ্জের রূপসী গ্রামে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
এদিকে, জেলার শিমরাইল উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব