চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ৯৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতভর জেলা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিশেষ অভিযানে বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ৯৩ ও নিয়মিত মামলার ১৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সীতাকুণ্ড থেকে ৯৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব