রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর ধলপুর রোডে মো. আজিজ (২৪) নামে এক ফার্নিচার দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন।
তিনি জানান, আজিজ ধলপুর রোডের শিকদার ফার্নিচারে কাজ করতেন। সকাল সাড়ে দশটার দিকে দোকানের ভেতরে তাকে কাঠ কাটার বাটালি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব