চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত দুই যাত্রীর কাছ থেকে ২০ লাখ টাকার স্বর্ণ, ৪২টি মোবাইল সেট ও ২০ কার্টন সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। উদ্ধার করা মোবাইল সেট ও সিগারেটের দাম প্রায় ছয় লাখ টাকা।
শুল্ক গোয়ন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চাকমা জানান, বুধবার সকালে ইয়াছির আরাফাত ও মো. জয়নাল নামের ওই দুই যাত্রী ‘ফ্লাই দুবাই' এর একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান। গতিবিধি ‘সন্দেহজনক’ মনে হওয়ায় তাদের তল্লাশি করে এসব স্বর্ণের পাশাপাশি মোবাইল সেট ও সিগারেট উদ্ধার করা হয়।
এদের মধ্যে আরাফাতের বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায়; জয়নালের বাড়ি হাটহাজারি উপজেলায়। তাদের পাসপোর্ট জব্দ করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান প্রণয় চাকমা।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব