বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত সোমবার থেকে শুরু হয়েছে। রাজধানীসহ সারা দেশের মণ্ডপগুলো ঢাকঢোল, কাঁসর ও শাঁখের ধ্বনিতে মুখর হয়ে অাছে। দিকে দিকে এখন দেবীর বন্দনা। 'ধর্ম যার যার, উৎসব সবার'-স্লোগান নিয়ে সারা দেশে ২৯ হাজারের বেশি পূজামণ্ডপে এ পূজা উদ্যাপিত হচ্ছে।
রাজধানীর বারিধারা বসুন্ধরা এলাকায় এবারই প্রথম বৃহৎ পরিসরে প্রায় পাঁচ বিঘা জমির ওপর আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গোৎসবের। পুজার মূল মণ্ডপ আকর্ষণীয় করে সাজানো হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে কুড়িল পূর্বাচল লিংক রোডের ৩০০ ফুট রাস্তার পাশে বসুন্ধরা জি ব্লকে নান্দনিক এই আয়োজন আগত দর্শনার্থীদের মুগ্ধ করছে। এখানে দৈর্ঘ্যে ৪০০ ফুট, চওড়ায় ৭০ ফুট ও উচ্চতায় প্রায় ৩৫ ফুট আয়তনের বিশাল এই পূজামণ্ডপে পূজা-অর্চনার পাশাপাশি চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজামণ্ডপের মূল প্যান্ডেলের বাইরে কৃত্রিম লেকেও মনোরম আলোকসজ্জা করা হয়েছে।
আজ মহা অষ্টমী। শারদীয় দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন আজ। দেবীর সন্ধিপূজা এবং রামকৃষ্ণ মিশনগুলোতে কুমারী পূজার মধ্য দিয়ে দিনটি পালন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। আগামীকাল বৃহস্পতিবার একই সঙ্গে নবমী ও বিজয়া দশমী। আর আগামী শুক্রবার শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। দেবী এক বছরের জন্য ফিরে যাবেন তার শ্বশুরালয় কৈলাসে।