অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি কেনাকাটায় অনিয়ম রোধে শিগগিরই আইন সংশোধন করা হবে।
ঢাকা সফররত এশিয়া-প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি) প্রতিনিধি দলের সঙ্গে বুধবার সকালে অর্থমন্ত্রী তার হেয়ার রোডের সরকারি বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে এপিজি চারটি ক্ষেত্রে বাংলাদেশের দুর্বলতা বা ঘাটতির কথা উল্লেখ করেছে। এগুলো হলো- সরকারি কেনাকাটায় দুর্বলতা, সোনা চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে দুর্বলতা এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত বিষয় তদন্তে দুর্নীতি দমন কমিশনের শিথিলতা।
এ ব্যাপারে মুহিত বলেন, ‘সরকারি কেনাকাটায় দুর্বলতা আছে। খুব শিগগিরই এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। সোনা চোরাচালান প্রতিরোধে তেমন জোর দেওয়া হয়নি। এটি নিয়ে তেমন কাজও করা হয়নি।’
‘আগামীতে এ বিষয়ে জোর দেওয়া হবে। বাংলাদেশ সোনা চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখান থেকে সোনা পাচার হয়ে ভারত ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যায়’ বলে জানান মন্ত্রী।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন