দ্ইু বিদেশি হত্যা বিচ্ছিন্ন ঘটনা এবং তা দেশের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতিতে কোনো প্রভাব ফেলেনি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল বলেও দাবি করেন তিনি।
বুধবার বিকেলে সিলেট নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। অর্থমন্ত্রী সিলেট নগরীর বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন