গত ১৭ আগস্ট নগরীর শাহ আমানত মার্কেটের সামনে থেকে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত অস্ত্র, ছোরা ও কাটার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
ছিনতাই চক্রের ৬ সদস্য হলো শাহরিয়ার সিফাত (২৫), সোহেল আহমেদ (২৪), আনিস (২৬), সাইদ আহমেদ ফয়সাল (২৪), সেলিম (২২) ও ইয়াসিন আরাফাত (২৫)। এঘটনায় আরো ৭জন পলাতক রয়েছে বলে জানান কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট নগরীর নুর আহমেদ সড়কের কর্ণফুলী টাইলস এজেন্সি কর্মচারি মহিউদ্দিন রাইফেল ক্লাবের ইউসিবি ব্যাংক থেকে ১০ লাখ ৮৫ হাজার টাকা উত্তোলন করে মাত্র একশ গজ দূরের আইএফআইসি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এসময় চার পাঁচজন যুবক তার পথরোধ করে শাহ আমানত মার্কেটের সামনে মারধর করে টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঐ দিনই কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মহিউদ্দিন।
অভিযানে নেতৃত্বদানকারি কোতোয়ালী থানার এসআই জাহিদ আরো বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দিদার মার্কেটের সামনে একটি গলি থেকে ছিনতাই চক্রের দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিতে আরো চারজনকে গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ১৩ জনের একটি দল হয়ে টার্গেট করা কর্ণফুলী টাইলস এজেন্সির কর্মচারি মহিউদ্দিনের কাছ থেকে ১০ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করেছে।’
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন